আছো তুমি বহু দূরে লিখছি চিঠি তাই
শুধু মনে হয় তোমার কাছে ছুটে যাই।
দেখবো কবে তোমায় জানিও তুমি আমায়
বসে আছি শুধুই তোমার অপেক্ষায়।
অপেক্ষার গানগুলো সত্যি আজ আমায় সঙ্গ দেয়
আসছো কবে তুমি রইলাম উত্তরের প্রতীক্ষায়।
না দেখেই তোমায়,সাজিয়েছি কত কল্পনা
সত্যি পাগল আমি তুমি সেটা বুঝবে না।
নাদেখেই ব্যাকুল হয়েছে আমার হৃদয়ের অন্তরে
দেখবো তোমায় কবে জানিও চিঠির উত্তরে :)