অচেনা শহর অচেনা গলি ক্লান্ত রাজপথ,
বলেছিলো তারা,তোর কেও নেই তো কি হয়েছে আমরা দেব তোর সাথ।
তপ্ত দুপুরের অচেনা চিলেকোঠার ঘর আয় আয় করে ডেকেছিল আমায়,
সেখানেই লুকিয়ে থাকা অচেনা সুখ এখনো আমায় হাতছানি  দিয়ে যায়।
সবকিছুই অচেনা ছিল যতদিন না তুইছিলি আমার কাছে,
তোকে দেখেই মনে পড়েছে হারিয়ে যায়নি কিছু সব আমারই আছে।
অচেনা মানুষ সত্যি এত সুন্দর হয় ভাবিনি কখনো আমি,
তুই তো আমার কাছে এক টুকরো হীরের চেয়েও দামি।
সেই অচেনা রাজপথে হাঁটবো আমি তোর হাথে হাত রেখে,
সেই রাজপথ বলে উঠবে ধন্য আজ তোদের একসাথে দেখে।