আছি দূরে ভেবোনা তা বলে আমার মন নেই তোমার কাছে,
কাছে থেকেও যেই মন ছিল সেই মন তোমার জন্য তোমার কাছেই আছে।
থাকব আমি তোমার কাছে যা ছিলাম আমি তোমার জন্য,
তুমি তো আমার জন্য শতকোটি মূল্যের চেয়েও অনন্য।
হালকা হাওয়া গুলোকে বলি যা তুই ওর কাছে বলে আয় আমার মনের সব কথা,
হওয়া বলে তুই সত্যি পাগল চিন্তা করিস না বলবো সব, কিচ্ছু হবে না অন্যথা।
জানো কি তুমি তোমার জন্য রাত জেগে ভাবি থাকবে কিভাবে তুমি ভালো,
ঘুম আসতেই সব চিন্তা গুলো হয়ে যায় এলোমেলো।
ভেবো না কিছু তোমার জন্য থাকবো আমি সবসময় সব অবস্থাতেই,
চাই না কিছু আর হাত ছেড়ো না পৃথিবীর সর্বসুখ পেয়েছি বুঝবো আমি তাতেই।