আলোর ঝর্ণায় ভিজেছে পুরো শহর
  রাস্তায় ঝরছে শত শত  সোনালী আলোর মোহর।
প্রদীপের শিখায় ফুটেছে আনন্দ এক রাশ
  তাই তো মিটিয়ে নাও মনের সব আশ।
জানাই শুভেচ্ছা সবাইকে এই দীপাবলিতে
সবাই থেকো সব ভেদাভেদ ভুলে একসাথে।
    
          শুভ দীপাবলি কবি বন্ধুদের :)