এই মেঘলা দিনে একাকিত্বের গন্ডি পেরিয়ে ইচ্ছে করে কোথাও ছুঁটে যাই,
সূর্য মেঘের লুকোচুরিতে আমিও জালানার কোনে হাত বাড়িয়ে উঁকি দিয়ে বেড়াই.
মেঘেরা যেমন বৃষ্টি হয়ে পরে আমাদের উষ্ণ যন্ত্রনার স্বস্তি দেয়,
ঠিক আমার ইচ্ছা করে সেই আনন্দের বৃষ্টিকে বলি, যেন আমার মনের আড়ালে লুকিয়ে থাকা মেঘ যেন ধুইয়ে নিয়ে যায়!
বৃষ্টি ভেজা রাজপথ মনে হয় যেন এমন কিছু মাদকতাতে মুড়িয়ে আছে,
তার নেশায় তার গন্ধে মনে হয় যেন বার বার ছুঁটে যাই তার কাছে !