আমি স্বাধীনতা চাই,
স্বাধীন হতে চাই ,
স্বাধীনভাবে বাঁচতে চাই।
ওই নীল আকাশের পাখিদের মতো ,
খোলা আকাশে আমিও উড়তে চাই।
উড়তে চাই ডানা ঝাপটে।
আমি স্বাধীনতা চাই,
স্বাধীনভাবে বাঁচতে চাই।
ওই মেঘহীন খোলা আকাশের চেয়েও
আমি স্বাধীন হতে চাই
বাঁচতে চাই একটু স্বাধীনভাবে।
স্বাধীনভাবে একটু উড়তে চাই ,
ফুলের ওপর বসে থাকা,
রঙ- বেরঙের প্রজাতির মতো।
আমি স্বাধীনতা চাই,
স্বাধীনভাবে বাঁচতে চাই