ভয়ানক সেই রাত,
বুকে পা'রা মেড়ে বসে আছে এখনো,
মনে হচ্ছে মৃত্যুর দূত বের করে নিবে আমার দম।
সেই রাতের কথা ভুলতে পারছি না আমি একদম।
রাতের অাঁধারে কদম ফেলে
ছুঁটে আসছে আমায় খাবে গিলে
টক টক করে করা নাড়ছে দরজার ওপারে
সুখ আমায় ধিক্কার দিয়ে নিয়ে গেলো পরপারে।
আমার বুকে ঢলে পরে,প্রবাহিত হলো রক্তের বন্যা
তার সাথে মৃত হলো পদ্মা, মেঘনা।
ফুরিযে গেলো আমার সবটুকু বাঁচার অাশা।
যে আমায় জন্ম দিয়েছে তাকে রেখে আমি কিভাবে বাঁধবো বাসা
দুঃখে আমার জীবন গড়া
সুখ দেয় নি আমায় বেশি ধরা,
মুজিব আমি তোমায় হারিয়ে হয়েছি সর্বহারা।
বলছি আমি ১৫ই অাগস্টের কথা
আমি যে এতিম বাংলাদেশ,শোকে ভরা।