আজ মানবতা ছটফট করছে
সিরিয়ার রাস্তাঘাটে
বিমান হামলার ধ্বংসের মুখে
চাপা পড়ে আছে গোলা বারুদের নিচে
কাতরাচ্ছে ফটোগ্রাফির মাঝে,
তুরস্কের উপকূল থেকে
উকি দিচ্ছে নিথর ঝেরি ফুল খানা।
লাল টি-শার্ট, নীল প্যান্ট, কালো জুতো
পরহিত দেহখানা
লাল টি-শার্ট বলছে রক্তাক্ত সিরিয়া
নীল প্যান্ট যেনো বার্তা দিলো বেদনাময় সিরিয়া
কালো জুতাটিও বলে উঠলো শোকেজর্জরিত সিরিয়া।
আইলান কুর্দি
যেনো বিশ্ব দরবারে সিরিয়ার বার্তা হাতে
তুরস্কের সমুদ্রতীরে
তুমি কি পেরেছ বিশ্ব বিবেককে জাগাতে?
না.........
পারোনি তুমি !
ঘুম ভাঙাতে !
তাইত আবার তোমারই মত,
জন্ম নিলো একটি ফটোগ্রাফ
বিধ্বস্ত ভবন থেকে
রক্তাক্ত, সারা গায়ে ধূলি মাখা ভীত বীর
তোমারই মিত্র ওমরান দাকনিশ।
আইলান কুর্দি তোমারই মত করে
ওমরান দাকনিশকে
নিয়ে কতজন না পড়ছে
মায়া কান্নার পুতি
এটাই সভ্যতার
নগ্ন রাজনীতি।