আজ কোনো সাড়াশব্দ নেই
সব কোথায় গেলো?
কেউ ত কেওরা পাতা খেতে আসলো না
গেলো কোথায়???
আসলো না সে জাতীয় বীর
যার ভয়ে সব হয় অস্থির
হালুম হালুম শব্দ আজ আসছে না বাতাসে ভেসে।
ভনভন শব্দ আজ কোথায় গেলো মিশে।
সবাই কি সুখের নিদ্রার দেশে।
নিস্তব্ধ আজ চারদিক,
কেমন যেনো বাতাসে গলিত লাশের গন্ধ
আমার স্বপ্নের বাগানে সবুজ অরণ্য যে আজ প্রায় মৃত।
সব যেনো কালো কাফনে আবৃত।
আমার নিঃশ্বাস হয়ে আসছে বন্ধ
বাঁচাও বাঁচাও বাঁচাও
বন্ধ করো ঐ চিমনি
রামপালে কুচকুচে কালো ধোঁয়া হতে দেও আমায় মুক্তি।
আমি সুন্দরবন আমার হবে কি এই পরিণতি?
হেই বাঙালী জাতি!!
আমি যে বিশ্বের বুকে তোমারই পরিচিতি।