মরণ নামের এই কথাটি বুঝা বড় দায়,
যেদিন ডাক পড়িবে বুঝবে সেদিন হায়!
ডাক পড়িবার আগে একটু চিন্তা করো ভাই,
আখিরাতে পাওয়ার মতো কি করিলে কামাই৷
প্রতিটি ক্ষণে শ্বাসে ও কদমে,
মরণের কথা রাখিবে স্মরণে৷
যেথায় যাবে যে কোন আঁধারে,
মরণ তোমাকে ছিনিয়ে আনিবে৷
এই দুনিয়ার ভুলে পড়ে ভুলে তুমি গেছরে,
মরতে হবে তোমায় একদিন যেতে হবে কবরে৷