মনটাকে বলি আমি বলি বারে বার,
গুনার কাজে তুই যাস নারে আর।
গুনা নিয়ে যদি তোর মরণ হয়ে যায়,
আঁধার কবরে তোর হবে কি উপায়।
বারে বারে তবু কেন কররে গুনা,
আজ্রাইল আসিবে কবে নেইতো জানা।
আজ্রাইল আসিবে যখন কঠিন রূপ ধরে,
সবই ছেড়ে যেতে হবে অন্ধকার ঘরে।
টাকা পয়সা বাড়ী গাড়ি নাইরে কিছু আর,
শান্তি পাবে থাকে যদি নেকের পাহাড়।