নরকের মাঝে টানেল আছে অজস্র,
কল্পনার বায়ু আর চেতনার সরু রেখাগুলো আজ-
রক্তলাল, লোলুপতায় ভরপুর |
নয়টি বৃত্তের এক অদ্ভুত বন্ধন,
আমাদের চারপাশ হয়ে ওঠে অমাবস্যা |
চলে গেছি বহুদুর...
হারিয়ে আমার অমুল্য উপহার-
ধাঁরালো নেকড়ের দল যে খুনের নেশায় উন্মত্ত |
নিবিড় আঁধার ভালোবাসিনি কখনও আমি,
বিয়াত্রিচ এর আলোয় উদ্ভাসিত হোক এই
আঁধার |
ঈশ্বর আমি নরকের ব্যথার সাক্ষী চিরঞ্জিব,
আমার শরীরের আমৃত্যু আঁধার জুড়ে,
আগুনে চাঁদ ফিরে আসুক...