নক্ষত্রের রাত এখন আর ভাবিয়ে তোলে না,অসুখ-
পাঁচালী পঞ্চকথক এখন প্রিয়ার রোদনে সিক্ত |
ফুটো থালা আর ব্যার্থ হাতের রেখায় থুথু দেয় অবিরত-
এখানে কারো কোনো ভাষা থাকতে নেই |
শুধু পরাভূত হবার ব্যথায় মাটিতে মুখ গুঁজে মৃত সেজে থাকা...
উষ্ণ রক্ত্ মাংসের ছোঁয়া এখন বিষের মত ছড়ায়
শিরায় উপশিরায়...
শুনেছিলাম সরীসৃপ নাকি শীতল রক্তের প্রানী |