আসবে আসবে বলে শেকলের পর শেকলে বেঁধেছিলাম তাঁর সমস্ত শরীর |
ফুল ভেবে কাঁটার ব্যাথা সইতে হবে জেনেও
আমি খড়কুটোকে করেছি আশ্রয়|
আমি কাঁটার ভয়ে কুন্ঠিত হই না...
কত বেজন্মাকে ঝুলিয়েছি কাঁটাতারে,যারা দেশভাগের সহজ অংকটুকু বোঝেনি|
আমি কানে ফিসফিস শব্দ শুনি...
"চল্লিশের রক্ত শুকায় নাই"
আমি কান চেপে ঘুমুতে যাই|
ভ্রম অথবা বিবেক...
আমি জাগতে দেব না|
সে আসেনি...
রক্তের গন্ধে তাঁর বমি পায়|