সময় অসময়ের ঠাসবুননের ফাঁকে,
ভেসে এল নরম জোৎস্না ভেদ করে সেই আলো-
বিকেলবেলার জলে,যার অতৃপ্ত সন্ধানে,
অকালে এই মধ্যরাতের মাঠ এত আপন মনে হয়।
থমকে থাকা মেঘের মাঝে...
রক্তমুখী নীলিমার মাঝে তোমায় দেখি যেন-
তুমি সেই সূদুর থেকে ছুটে আসা অবাধ আলোড়ন।
মূল্যহীন হয়ে পড়ে কখনও কখনও সেই কবিতা,
যার স্থিরতা আজ ঝরা পাতার মত মর্মরিয়ে ওঠে।
নিখিল বৃক্ষের গায়ে শিশির না জাগায় যদি ভাবনা আকুল,
তোমায় রাঙাতে রঞ্জিত আমার সেই পুরনো ভুল।
নদীর রক্ত মুছে মুছে আজ বিলীন হয়েছে সমস্ত মৌনতা-
মানবজন্ম কেবল ব্যাহত-ব্যথিত হতে জানেনা বলেই-
তোমার শুভ্র মুখে সেই আকুল সুখ।
রক্তাক্ত আকাশের পরিক্রমায় এই মধ্যরাতে-
কোনো এক হেমন্তের রাতে হৈমন্তী আলোতে।