ব্যাথায় ক্ষুধায় সাজানো এক অনল অলংকারে-
সাজাবো বলে
তোমার করুন চোখদুটো স্পর্শ করে,
বলেছিলাম সুখে থেকো।
তুমি তোমার পথে হেঁটেছিলে,
হাতে আমার এক আকাশ সাজানো ক্যানভাস-
যার রংগুলো মুছে যায়নি এখনো।
আমি দেখেছি...
আমার রক্তবিন্দুগুলো রঙ্গীন করে তুলেছে তোমার হাত।
তুমি পুড়েছিলে...
তবু সেই চিরচেনা হাসি তো যায়নি।
তুমি সেই আমার ছেলেবেলার রোদ্দুর থেকে গেলে।
যা ছুঁতে সকাল পেরিয়ে-বিকেলের শেষে- নামত আমার
শ্রান্ত সন্ধ্যা।
অধরা সুখ তোমার মুখের আখরে দেখেছিলাম বলেই,
রিক্ত হস্তে আজ আমি সুখী।
তাই বলেছিলাম তোমায়...
আমার ছেলেবেলার সখ-
স্বপ্নের ফেরিওয়ালা হব।