বেঁচে থাক আমার কালো রাত্রিগুলো,
আমার নিশ্চুপ স্তব্ধতার ছায়ায় এক টুকরো নীল-
যে নীলে এক ফোঁটা জল নেই।
এসেছিল কিছু সরল সাবলীল-
কিন্তু কুটিল স্নেহের কারাগার।
মায়ার শেকল ছিঁড়ে বলেছিলাম,
কষ্ট ভালোবাসি তাই ভালবাসা ভালবাসি।
এই জলধিতে এক ফোঁটা জল নেই।
চৈত্রাগুন চলে গেছে...
আষাঢ়ের আয়োজনে শকুন তড়পায়।
বুকজোড়া দাবানল নিয়ে কারাগার চলে গেছে-
আমি ভীরু বলে...
আমি কারো কাছে সাহসী বলে সে নেই।
তাই এই মরুদ্যানে এক ফোঁটা জল নেই।
দিন শেষে শ্রান্ত কলনী-
এক ফোঁটা জলে যদি নামে রাত,
সেই রাত আমি কাটাতে চেয়েছিলাম-
অসহ্য সুখের কলকাঠি ছুঁয়ে।
কিন্তু আজ আর কারাগারের মমতার বন্ধন নেই।
আমার স্বল্প জীবনীতে এক ফোঁটা জল নেই।