তুমি যদি মেঘ দেখতে...
সাতরঙা রোদের শ্রান্ত-ক্লান্ত
শরীরে-
তুমি বুঝতে কৃষ্ণচূড়ার ভাষা।
বেতের চেয়ার,ঝাপসা চশমায়,
অজস্র
ধুলোমাখা স্মৃতি জড়ানো কথাগুলো-
গলে পড়ত বারান্দার রেলিং জুড়ে।
আমি ক্লান্ত চোখে দেখতাম।
জানি তুমি ছায়া দিতে জানো।
আমি ঝলসে সুখী -
তামাটে গালে ক্রন্দন নিয়ে বাঁচি।
তাইতো কৃষ্ণচূড়া -
তোমার ছায়ায় বেঁচে আছি।