অনন্তকাল ধরে জিজ্ঞাসু চিত্তে-
আমি রাত্রিকে করেছি চাঁদের বাসর।
অমাবস্যার করুন আকুতির আমি এক সাক্ষী।
সেই মহুয়ার বনে-
কিছু শুকনো ঘাস জোৎস্নায় স্নান করে আজ সুখ খোঁজে।
আমি প্রহর গুনেছি...
আর বৃথা সুখ খুঁজতে ব্যায় করেছি আমার সবকিছু।
এই তো সুখ... অসুখের ভারে ব্যাথায় নতুন জন্ম দেয়া।
এই তো সকাল,
যা এসেছে রাতের অকৃত্রিম অমানিশা চিরে।