গরু কহে, হাম্বা—
হে মানুষ তুমি আর কতো নিচে নাম্‌বা?

আমি বলি—চুপ রে
ফের বাজে বকলেই কান নেবো উপড়ে!
ভেঙে দেবো শিঙটি
শিঙহীন গরু মানে ইঙটি ও টিঙটি!

গরু কহে—ভাই রে
দুনিয়ায় সত্যের জানি ভাত নাই রে।
হানাহানি মারামারি মানুষের ধর্মে
লজ্জিত হয়ে পড়ি মানুষের কর্মে!

গরুগুলো কোনোদিন মারে কোনো গরুকে?
মারে না রে মারে না।
অথচ মানুষ দ্যাখ্‌ মানুষকে ছাড়ে না।
মানুষের হাতে খুন মানুষেরা নিত্য
(‘সৃষ্টির সেরা জীব’—গদোগদো চিত্ত!)
মানুষের হাতে শেষ মানুষের বংশ
মানুষেরই হাতে হবে পৃথিবীটা ধ্বংস।
তাই বলি হাম্বা—
ও মানুষ তুমি আর কতো নিচে নাম্‌বা?


৩০ আগস্ট ২০১৩