লাগলে খিদে ভাত বা রুটি কিছুই খেতে পাই না
তোমার কাছে ঈদের দিনে কোর্মা পোলাও চাই না
পারলে আমার প্রতিদিনের খিদের কথা ভাবো
আসবে কবে খুশির সে দিন যেদিন খেতে পাবো--
তিন বেলা রোজ দু'মুঠো ভাত, সামান্য ডাল-রুটি!
ঈদ আমাকে কষ্ট থেকে দেয় না কোনো ছুটি...

নতুন জামা চাই না আমার অইটা তুমি নিয়ো
পারলে আমায় দুইবেলা রোজ একথালা ভাত দিয়ো...
খিদের সঙ্গে লড়তে লড়তে জীর্ণ-শীর্ণ দেহ
খিদের কষ্ট কেমন কষ্ট বুঝবে না ভাই কেহ ।

অনাহারে থাকতে থাকতে শরীরটা আধ মরা
পেটটা ফোলা। পেটের মধ্যে খিদের দানব ভরা।
কেবলই পায় খিদে আমার কেবলই পায় খিদে
একই কান্ড রোজার সময়, একই কান্ড ঈদে।
শরীর কাঁপে ঘুম আসে না খিদের জ্বালায় কাঁদি
আমার জন্যে তাই ওঠে না ঈদের কোনো চাঁদই।

সেমাই আমার নেই প্রয়োজন আমায় দিও ভাত
ভাতের খোঁজে দিবস আমার ভাতের খোঁজে রাত...
জুঁই ফুলেরই মতোন শাদা ভাতের স্বপ্ন ছাড়া—
স্বপ্ন দেখতে ভুলেই গেছি এমন সর্বহারা!
ভাত পৃথিবীর শ্রেষ্ঠ খাবার এই কথাটা জানি
এই দুনিয়ায় সবচে প্রিয় ভাতের গন্ধখানি...

ঈদের হাসি ঈদের খুশি থাকুক তোমার সনে
(আমার ভাতের ব্যাপারটা ভাই একটু রেখো মনে।)



[২৮ জুলাই ২০১৪]