শেষবিকেলের হঠাৎ হাওয়ায়
তোমার বুঝি মনখারাপ!
সপ্তাহভর টেবিল চেয়ার-
ব্যস্ত অফিস, কাজের চাপ।
সকালবেলা রাস্তায় হাঁটো
সন্ধ্যেবেলা ফুটপাথে,
পেয়ালায় রোজ ঠোঁট পুড়ে ছাই
এমনি করেই দিন কাটে।
সুযোগ পেলেই ধর্মতলায়-
বাদামভাজা ময়দানে,
প্রেমের গলি ভালই চেনো
বয়ফ্রেন্ডও সব জানে।
যেটাকে রোজ সঙ্গে দেখি
ওটাই তোমার বয়ফ্রেন্ড, না?
কে যেন আমার হাত দেখেছিল,
"এ মেয়ের সাথে পারবেন না।"
পারিনি আমি, তুমি পেরেছিলে।
ব্রেক-আপ কথার মানে-
তখন কজন বুঝতাম বলো?
আজ তো সবাই-ই জানে।
কচি বয়সের প্রেমে যা হয়
সেই সবই তো হোতো
আমার তখন আঠেরো বছর
তোমার ষোলোর মতো।
স্কুল পালিয়ে সাউথের লেকে
ওদিকটা কেউ যায় না,
মনে আছে সেই ঠোঁট ফুলিয়ে
কুলপি খাওয়ার বায়না?
যাক না যত পুরোনো গল্প
পাঁক ঘেঁটে কি কাজ!
তোমারও কি সেসব হঠাৎ
পড়ছে মনে আজ?
নাহ! তুমি তো ভালই আছো
ঐ ছেলেটাও আছে,
আমিই শুধু থমকে বেড়াই
আসা যাওয়ার মাঝে!
তুমি কি ওকে ভালোবাসো
আমার থেকেও বেশি?
ইতিহাস জানে শূন্য দেওয়াল
বাতাসেরা ভিনদেশী।
ওকি তোমার খেয়াল রাখে?
বয়ফ্রেন্ড নাকী চকমকি?
সুখের সময় সঙ্গে আছে-
বিপ্লবেও থাকবে কি?