অভিমান জমে জমে পাহাড় হয়
সে পাহাড় ডিঙোতে পারিনা আর,
কড়া নেড়ে তোমার মনের দরজায়
ব্যর্থ হয়ে ফিরে গেছি বারবার।
ডানায় উড়েছে ক্লান্ত দেহখানি-
হাওয়ায় উড়েছে সিগারেটের ছাই;
বাইরে আছে অজস্র তড়পানি
ভেতরে তবু আজও তোমাকেই চাই।
আমার এখানে আকাশ হলো নীল
তোমার ওদিকে মেঘ জমেছে অল্প,
দূরে থেকেও আমাদের এই মিল-
জানি লিখে দেবে একটি প্রেমের গল্প।