হঠাৎ যদি বছর কুড়ি পরে-
আবার কখনো আমাকে মনে পড়ে?
দেখবে আমি একলা পথের ধারে,
জীবনের কোনো ক্লান্ত অভিসারে
দাঁড়িয়ে আছি সময় আসবে বলে-
চিনতে আমায় পারবে নিজের বলে?
হয়েতো তুমি অনেক বদলে যাবে-
চলার পথে নতুন সঙ্গী খুঁজে পাবে;
অথবা, দুঃখ পেয়ে বারে বারে
আবার ফিরে আসবে আমার দ্বারে।
তোমার আকাশ হতে পারে মেঘহীন
আমার এখানে বৃষ্টি রাত্রি-দিন;
সাদা ধোঁয়া আর মদে গলা কিছু শব
চুষে খেয়ে নেয় আমরণ শৈশব।
স্তরে স্তরে রাখা মৃতদের স্তুপ বুকে,
শরীরে পচন; জীবনের এ অসুখে
আকাশটাকে মনে হয় আরো কালো,
শুকনো লাগে জগতের সব আলো।
বুঝতে পারি মুখ-মুখোশের ভেদ;
বীভত্স আর বিষাক্ত সব ক্লেদ-
ছড়িয়ে আছে সিক্ত বিছানাতে;
পুড়িয়ে খায় শরীর দিনে-রাতে।
দিন আসে আর দিন চলে যায়
স্মৃতি বদলায়, গতি বদলায়;
ঝাপসা চোখে যৌনতারই স্বাদ
চেনা মুখ ছড়ায় অচেনা বিষাদ।
তবুও যদি কুড়ি বছর পরে-
আবার আমায় কখনো মনে পড়ে
দেখবে আমি ব্যস্ত গলির কোণে
তোমার কথা শুধাচ্ছি জনে জনেঃ
জীবনকে কি কেউ দেখেছেন?
"......থাকে শুধু অন্ধকার- মুখোমুখি বসিবার বনলতা সেন"