বল দেখি হরিপদ, বলে ফেল চটপট-
এইবেলা ফর্দটা লিখে রাখি ঝটপট;
ভোরবেলা চা চাই, সাথে চাই বিস্কুট-
কিরিম ক্রাকার নয়, খেলে গলা কুটকুট;
অমলেট চলবে কী? নাকি ডিমসিদ্ধ?
নলেনের সন্দেশ...... বড়ই প্রসিদ্ধ-
সাথে কিছু কলা চাই বারো তেরো গন্ডা
আর চাই ছয় হাঁড়ি মিঠাই আর মন্ডা।
কাঁচাকলা? ক্ষতি নেই, গোটা চার কিনবি-
(ভাতেই সেদ্ধ দেব, একা বসে গিলবি!!)
গুনে বল দিকি আর কী কী হবে যুক্ত?
তরকারি হবে কিছু? ঘ্যাঁট নাকী শুক্তো?
চাল চাই কুড়ি সের, ডাল চাই চোদ্দো-
মাল চাই? যত্তসব!! (ফর্দ না পদ্য?)
দুরকম মাছ, সাথে পটলের দোরমা
রাইস, পোলাও আর মাংসের কোর্মা।
সাবুর পাঁপড় চাই, আর চাই চাটনি-
সেটাও দুরকম? (বেগার যত খাটনি।)
পান্তুয়া, ল্যাঙচা, রাবড়ি ও দরবেশ-
রসমালাই চাই? তা ভালো, বেশ বেশ!
এমনি বিয়ে কেউ দেখেনি এ পাড়াতে!
দই চাই, মই চাই?! (কাকেদের তাড়াতে!)
-কি বললি? বিয়ে নয়? তবে কার শ্রাদ্ধ?
এতখানি লিখলাম! (কবিতা না ফর্দ?)
শ্রাদ্ধও নয় তবে?... রোজকার রান্না?
কর্তার পিলে তাই আলুভাজা খান না?
কোথা ছিলি এতক্ষণ? সুমেরু না শুন্ডী?
(বেকার খাটনি হলো!! ছাগলের পিন্ডি!!)
এই যে ঝিমোচ্ছিলি, আগে যদি জানতাম-
পাছায় চিমটি কেটে টিকি ধরে টানতাম!!!