মনে কর তুমি একা বসে আছ নীল আকাশের গায়
অথবা, তোমার মন চলে গেছে যতদুর চোখ যায়;
দেয়ালজোড়া খেয়াল গুলো অচেনা মেঘ হয়ে-
হঠাৎ তোমাকে ভিজিয়ে গেল খুব চেনা রাস্তায়।
জানবে তখন, ঠিক এমনই আমার পরিস্থিতি
আমার সারা শরীর ঘিরে মেঘের উপস্থিতি
তাদের নাম বৃষ্টি হলে আমার মন খারাপ,
বুকের ভিতর টুপুর টাপুর মন কেমনের স্মৃতি।
তোমার জন্যে অপেক্ষাতে ক্লান্ত টেলিফোন-
তোমার জন্যে এইচএমভি-র পুরোনো গ্রামোফোন
তোমার জন্যে লেখা চিঠিগুলো পাঠাইনি ডাকঘর,
তোমার জন্যে বদলাইনি পুরোনো রিংটোন।
তোমার জন্যে মেঘ-আকাশ এক বিছানায় শুলো,
তোমার জন্যে সুর দেওয়া সেই পুরানো গানগুলো-
পড়েই আছে হৃদয়ের কাছে; দমকা হাওয়া এসে
ছড়িয়ে দিয়েছে খাতার উপর বিষাদমাখা ধুলো।
যেখান থেকে নীল সাগরে পথ গিয়েছে ঘুরে
সেখান থেকে খুবই কাছে অথবা অনেক দুরে
একটা নতুন গান লিখেছি; আজ জানিনা কেন
ইচ্ছে করছে আবার সে গান গাইতে নতুন সুরে।