বৃষ্টি নামলো। আকাশ ভরা মেঘ-
তোমার চোখের পাতাগুলো গেছে ছুঁয়ে,
মনের মধ্যে অভিমান জমা দাগ,
মেঘের কান্না সব কিছু দেবে ধুয়ে।

মেঘের নাম বৃষ্টি হলো যখন,
আমরা তখন রাস্তার মাঝখানে।
দুজনের মনে অপার প্রশ্ন জমা-
যদিও বৃষ্টি সবই উত্তর জানে!

একটা ছাতার তলায় দুটি মন
একটা আঙুল জড়ালো দুটি হাত
একটা মানুষ দিনের ছবি আঁকে-
একটা মানুষ আঁকলেই নামে রাত।

একফোঁটা জল পড়লো তোমার ঠোঁটে
একফোঁটা জলে ভিজলো তোমার মন
একফোঁটা জল হাওয়ায় মিলিয়ে গেল
ভিজুক শরীর, ভিজুক আপনজন!

বৃষ্টি মানে মহাকালের ডাক,
বৃষ্টি মানে মিলনের অভিপ্রেত;
পৃথিবীর বুকে যেন একটাই ছাতা-
ভালবাসার আশ্রয়, সংকেত।


(সুপ্রিয়া কবি পৌলোমী সেনগুপ্ত কে উত্সর্গ করলাম)