সাগরের প্রতিটি ঢেউ
কাছে এসেও দূরে চলে যায়,
যেন অচেনা কেউ।
আকাশধোয়া জল
শরীর তোমার স্নিগ্ধ করুক,
অবিরাম...অবিরল।
নোনাবালির পাশে
পায়ের চিহ্ন ছড়িয়ে রয়েছে
পথে আর পরবাসে।
সেখানে পাখির ডানা
মেঘেদের কাছে জানিনা কেন
ফেলে আসে ঠিকানা!
ঠিকানা স্বপ্নহীন! তবু,
আমার দুঠোঁট তোমার শরীর
ছুঁয়েছে রাত্রিদিন।
যে প্রেম নামের বিষ
তোমায় আমায় আগুনে পুড়িয়ে
খাচ্ছে অহর্নিশ।
সেটাই ভালবাসা,
উজান পথে পাড়ি দিয়েও
মোহনায় ফিরে আসা।
তাইতো কাছে আসি;
তোমার সাগরে ঝিনুক হয়েই
থাকতে ভালবাসি।