কে বলে কবিতা আসেনা "ক্ষুধার রাজ্যে",
মহাজীবনের ঝঙ্কার মুছে যায়?
কঠিন সত্য সন্ত্রাস আনে আজ যে
হাতুরি শব্দে কান পাতা আজ দায়।
নির্বাক আমি;"অবাক করেছ তুমি"
কবিতাতে তাই আঁধার এসেছে নেমে,
জন্মেই দেখো রিক্ত স্বদেশভূমি-
অগ্রগতির চাকাটাই গেছে থেমে।
"ভুখা সমাজ" এর তুমি ছিলে প্রতিনিধি;
আগামী দিনের নিশ্চিত উপবাস
বিধান লিখতে ভুল করেছিল বিধি-
বাকিটাতো শুধু ভাগ্যের পরিহাস।
তোমার দুচোখ দেখেছে দেশের ছবি-
ক্ষুধা,দারিদ্র,যন্ত্রনা,প্রতিবাদ
জানি,তুমি এক "দুর্ভিক্ষের কবি"
তোমার লেখনী পেয়েছে রক্তের স্বাদ।
বিনিদ্র রাতের "সাইরেন" গেছে থেমে,
ঈগলের নখে নেই আজ বিষের ছোঁয়া;
তোমার ডাকেই আঠেরো এসেছে নেমে,
আকাশে নেই যুদ্ধের কালো ধোঁয়া।
হে বীর কিশোর,বিদ্রোহী,রণক্লান্ত-
তোমার কাছে মুক্তির দীক্ষা পেলাম!
বীর জননীর বীর সুত,সুকান্ত-
"অবাক পৃথিবী!সেলাম,তোমাকে সেলাম!"