বৌদ্ধভিক্ষু বলে জীব হত্যা মহাপাপ
তবে মানুষ হত্যায় কোন্ সওয়াব?
জীবে দয়া করে যে-জন
সে-জন সেবীছে ঈশ্বর
সংসার ধর্ম পরম ধর্ম
সেই বাণীই মানে না ওই মহাখচ্চর
চুটিয়ে সংসার করে যুগ যুগ ভর
সংসারত্যাগী নাকি ধর্মত্যাগী ওই বিষধর
ধর্মযাজক যদি করে ভিন্নধর্মী নিধন
কোন্ আল্লাহ কোন্ ঈশ্বরে তার প্রকৃত সাধন
ধর্ম চর্চায় অহমিকা যার
নিজ ধর্মে নেই একরতি বিশ্বাস
স্রষ্টার শ্রেষ্ঠ মানুষ ভরসা পায় না
পায় না বেঁচে থাকার আশ্বাস
সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি
বিবেচনায় দেখুক বিশ্ব দরবার
মানুষ তো দূরের কথা
একটিও জীব হত্যা নয়
সাবধান! খবরদার! খবরদার!