যে কবির অস্থিত্বে আবেগ-অনুভূতিতে
কবিতা লিখে শুধুই আমার জন্যে
এই পৃথিবীর প্রষ্ফুটিত সুরভিত সব ফুল
উৎসর্গিত সে মহান কবির যুগল চরণে
অঞ্জলি আঁকি ললাটে বিনম্র আচরণে
কৃষাণ কৃষাণীর সৃষ্টি সুখ
প্রসূতির প্রথম সন্তানের মুখ
পাড়াগাঁয়ের উৎসব হেমন্তের নবান্নে
সে সবটুকু সুখই কবির সৌজন্যে
আধুনিক কবিতার সাবলীল ছন্দ আমি
খোলামেলা কাব্য রসদ হাজার পংক্তি
সেলফোনে কথা বলার কথা বন্ধু আমি
ওয়াই ফাই ফেসবুক যত বিজ্ঞান প্রযুক্তি
শ্রদ্ধেয় সন্মান কবি আমার আবেদনে
কবিরা মত্ত থাকে না আর অলীক কল্পনায়
মুক্তচিন্তার পূজারী চাক্ষুস ধ্যান মগ্নতায়
গঠনমূলক সুকর্ম মানবতার নিবেদনে !