তুমি বললে দেশ স্বাধীন হলে-
দু-দল এক হয়ে গড়া যাবে শতদল
সমঝোতায় হিংসা হারাবে যমুনার জলে।
অপরিচয়ে পরিচয় গড়বে নারদের ঢালে।
তোমার নাকের ডগায় খোদা তায়ালার দেয়া
অঙ্কিত তিলের থাকা অথবা না থাকায়-
সৌন্দর্যের যে পার্থক্য; তাতে কিছু যায় আসে কিনা
সে ব্যাপারে কড়া বিতর্ক হবে।।
তুমি বললে দেশ স্বাধীন হলে-
শ্রীহীন পরাধীনতার আঁধারে ঈষৎ দেখা সেই তোমাকে
বাইচ মেলায় লুকিয়ে আবার দেখা হবে মনভরে,
কলঙ্কের আবহ মেলে- ভয়ার্ত চোখ ঢেকে।
যে অসম প্রেমের দায়ে সারাবছর আমাদের নামে
চারদিকে প্রতিনিয়ত জারি হতো অযাচিত কারফিউ;
রাজপথে সমাধানের জিঘাংসায় শত লাঞ্ছনার পর
সেই অসম প্রেমই এসে দিলো শাটডাউনের আদেশ।।
তুমি বললে দেশ স্বাধীন হলে-
কথা দেওয়া হবে, নেওয়া হবে, রাখা হবে-
কিন্তু তোমাকে নিয়ে রাখবো কোথায় বলো?
তোমাকে নিয়ে ভালোবাসাবাসির অবসর হবে?
স্নোবল কলঙ্কে এসমাজে আমার বসবাস!
তোমার চোখের ভাষায় তো উঁকি দিবে চব্বিশের ইতিহাস!
ওই ইতিহাস পাঠেই ডুববো আঠারোর জোয়ারে
উত্তাল জুলাইয়ে ডুবার আগে এতটুকুই ভাববো তোমারে।।
একটু ভেবেই ডুবে যাবো-
অঙ্কিত তিলের থাকা না থাকায় সৌন্দর্যের পার্থক্যের বিতর্কে।।