প্লিজ না বলেই হরিশপুর বাইপাসে যেদিন

“ওয়েট করুন, ভিআইপি যাবে” বলে কেউ  থামাবে না;

সেই দিনই আমরা নাগরিক হবো।

অনুমতি ছাড়া কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে মঞ্চ বানিয়ে

আমার রাস্তা কেউ ফিরাবে না যেদিন

সেইদিন আমি সাহস পাবো।



কবিরা অবলীলায় দিলে প্রেমিকার সুডৌল বক্ষের বর্ণনা

আর প্রতিবাদীরা নির্ভয়ে দাঁড়ালে  অশ্লীলতার বিপক্ষে

সেইদিন প্রকৃত মুক্তি পাবো আমরা।



যেদিন  নামের শেষে আলী, চক্রবর্তী, গোমেজ, বড়ুয়া

দেখে নির্ণয় করা হবে না ভীনদেশীদের দালাল

সেইদিন আমরা অসাম্প্রদায়িক হবো।



একাত্তরের ক্ষতের দাগ

শুকাতে না শুকাতেই, এখনি আবার

শেকল কাটতে যদি দিতে না হয় তাজা রক্ত

তবেই অনুভব হবে স্বাধীনতা ।