আমারই দূষিত নিঃশ্বাসে
ভারি হয়ে আসছে শহরের বাতাস।
অস্তির এই সময়ে আকাশে ভেসে যাচ্ছে
মন থেকে অভিশাপের ঝুরি।।
আকাশের অবাক করা রং
আমার গায়ে ছড়িয়ে দিচ্ছে
অপমানের বিভীষীকার অযাচিত অংকুর।
অপেক্ষার অমানিশায় আলগোছে সবটুকু আলোচ্ছটা
আমি তুলে নিচ্ছি দুহাতে আকাশের প্রান্ত থেকে
আর নিজের অজান্তেই অবারিত প্রহ্লাদে
মেখে নেই সারা শরীরে।
সেই শরীর জুরে...
যাতে আঘাতের পর আঘাতে
আনন্দ বিলীন হওয়ার দুঃখটাও মনে পরে না।