বইগুলো আবার নতুন করে লেখা হোক
ভোর নামুক নতুন পৃথিবীর চিরস্থায়ী বন্দোবস্তে
প্রহরী প্রদীপ হয়ে রাতঘন ভয়ের হোক নির্বাসন।
ইতিহাস আবার লেখা হোক মানবতার ধাঁচে
দখলদারের ঘৃণ্য আয়না দেখে নিক বিশ্ববাসী
বুঝে যাক তারা হাজার বছরের অত্যাচারের ছবি।
নীতিকথা সব আবার নতুন করে বলা হোক
মজলুমের রোদনে শাণিত হোক বিদ্রোহীর জুলফিকার
বিধ্বস্ত গাজা হোক শ্যামল ভোরের কেন্দ্রবিন্দু।
মুনাফিকরা সব ধরা পড়ুক ঈমানদারের জালে
অমানুষেরা হারিয়ে যাক অসহায় মহাকালে।
দ্বিমূখীর মুখ ভরে যাক বোশেখের কালো মেঘে
বজ্রপাতে বিচূর্ণ হোক অশুভের মিথ্যা সাম্রাজ্য।
ছবিগুলো আবার নতুন করে আঁকা হোক
উৎসবের ছোঁয়া থাকুক তাদের ফ্রেমে ফ্রেমে
ধরণীর প্রতিটি আশ্রয় ভরে যাক প্রেমে প্রেমে।