অগ্রিম নববর্ষের শুভেচ্ছায়
কিংবা মধ্যরাতের অযাচিত ভালোবাসার অংশগ্রহণে
আজ ভাসেনি মনের কোনো অংশই
তাতে আমার কোনো অভিযোগ নেই।।

গাল ফোলানো অভিমানের সাথে
মানিয়ে নিতে পারা এই আমার,
অভিমান ভাঙ্গানোর আহ্লাদ হারালো এক ধাক্কায়
তাতেও আমার কোনো অভিযোগ নেই।।

আলগোছে কোলের পাশে রাখা
বহুদিনের চেনা নীল রঙা চুড়িগুলো
সুনিপুন মনোযোগে আলতো করে পড়িয়ে নেওয়ার
সময়ের আজ বড়ই অভাব তোমার
সত্যি তাতেও আজ অভিযোগের ছিটেফোঁটাটি নেই।।

সানকির পাশে রূপালি ইলিশের এই এক টুকরোকে
দুই ভাগে ভাগ হতে দেখার ইচ্ছার
এমন অবিশ্বাস্য স্বপ্নভঙ্গ হওয়ার উপক্রমেও
আমার কোনো অভিযোগ নেই।।

চিবুকের নুইয়ে পড়া অবেলার বৃষ্টিস্নাত হিরক খন্ড
মুছিয়ে দেওয়ার অধিকারে আজ অন্য কারো হাত
তাও আমার কোনো অভিযোগ নেই।।

আজ মেরুজ্যোতির প্রিয় পাত্র হওয়ার পরেও
তোমার একটু সহানুভূতির অভাবে
এই করোনা কালেও অপেক্ষার প্রহর কাটে আমার
শুধু একটু সহানুভূতির অভাবে।
যে সহানুভূতি প্রেমিক হিসেবে আমার প্রাপ্য ছিলো।
না পাওয়াতেও কোনো অভিযোগ নেই।।
সত্যি আমার আর কোনো অভিযোগ নেই।।