তুমি ছাড়া ছায়াপথে রেখাহারা হই

স্বপ্নজালের সীমারেখায় আটকে আমি রই

তুমি আমার স্বপ্নলোকের

উদয় পথের তিথী,

আকাশ জুড়ে উড়ছে তাতেই অবাক প্রজাপতি।।



এই শহরে সেই ঠিকানা  তোমায় ঘিরে চলা

ভালোবাসি তোমায় কতো এই কথাটি বলা

তোমায় চেয়ে চাঁদের রেখায়

চোখ দুটি যেই পাতি,

আকাশ জুড়ে উড়ছে তাতেই অবাক প্রজাপতি।।


রাতের শেষে শুকতারাময়  অবাক আলোর রেখায়

ভোরের দেয়া মুঠোভর্তি  কুয়াশার রূপ  দেখায়

সেই রেখারই অবাক পথে

অবাধ ছুটাছুটি,

আকাশ জুড়ে উড়ছে তাতেই অবাক প্রজাপতি।।