পত্রিকার পাতা জুড়ে শুধু ব্লার ছবি
উঁকি দিতেই ঘেন্না জড়িয়ে ধরে আমায়।
আর এদিকে, অগোচরে কখন জানি.....
অনীহা বাসা বেঁধেছে জ্ঞান অর্জনের কোঠরে
লজ্জার পরতে পরতে সবুজ শ্যাওলার বসবাস
সঙ্গ দিচ্ছে ঘুনপোকারা, তা এই সমাজের চাষ।।
ক্লান্ত হয়ে পড়ছি আস্তে আস্তে
ধর্ষণ হলো, ধর্ষণ হলো খবর পড়তে পড়তে।।