এ শহরের এমন অনেকজনকেই চিনি
যারা প্রেয়সির অবহেলাকে অভিমান-
আর অভিনয়কে অনু্যোগ বলে ভুল করেছে
প্রতিশোধের পরিণামকে হিসাবের কাঠগড়ায় তুলে
নিকাশের জের টেনে দিয়েছে শেষ দস্তখত।
বাদী নিজেই রায় নিয়েছে নিজের ফাঁসির।
তোমার চোখের জলের মূল্য দিতে গিয়ে
আজ আমারও ডুবসাঁতারে থই নাই,
অশ্রুরা আজ উপহাসের হাসি হাসে
নিষ্পাপ অথৈয়ের বারংবার অবাধ্যতায়।
সেবার বর্ষায়, দোতলার কার্নিশে
ঘর বাঁধার অনুমতি পায় অতিথির অভিমান,
খড়কুটোর অভাবে ঘর বাঁধিনি আমি সেখানে
সব ছেড়ে বেড়িয়ে এসেছি চিরদিনের জন্য।
আমি অনেক আগেই ঘর ছেড়েছি, ডোর পড়েছি
আপনাকে পর করে ভাঙছি আপন পরের দু-দেয়াল
শূদ্রের সর্দার হয়ে জ্বালছি পবিত্র মোমবাতি।
সন্ধ্যায় নিজহাতে সিন্নি বিলাই বটতলার আসরে,
মন দখলের লক্ষণ দেখলেই বাজাই পাগলা ঘন্টা।