দিলপাশারের  অবাধ্য জলের ষড়যন্ত্রে কূল হারানোর ভয়াল মূহুর্তে

তোমার কাজল রেখার আকাশনীলায় তাকাতেই তুমি থামিয়ে দিবে।

ছই তোলা ডিঙিতে আশ্বিনা গহীনের রিমঝিম শোনার চেয়ে

গলুইয়ে আঁচল পেতে বসাতেই আনন্দ তোমার, তা তো আমি জানি।

কিছুদিনেই চলনের কাজল জলে ভরবে বংকিরাটের শেষ প্রান্ত।

যে প্রান্তে হিজলের নিচে জমা পানিতে সহস্র মুদ্রার সুখ থাকে,

সেখানেই গতবারের মতো এবারো একটা পছন্দসই ডালে-

তুমি আমি মিলে বেঁধে নেবো; দুজনে বসার মতো ফুলেল দোলনা।

স্বভাবসিদ্ধ গাল ফোলানো তোমার অকারণ অভিমানের অভ্যাসে

কাজল জলে পা ছোঁয়াতে ছোঁয়াতে বসবে নাগালের  হিজল ডালে,

তোমার চিবুকে মুগ্ধ আমি  রাগ  ভাঙানোর তামাশায় না গিয়ে

ওই পা ছোঁয়া আরশিতেই ঝালিয়ে নেবো অতীত।

কি ভীষণ ইচ্ছে মন জুরে আমার, যাবে একদিন?

আমার ইচ্ছায় তোমার সদ্য বৃষ্টিস্নাত দুটি চোখ বলে উঠলো-

"তোমার সময় আমার সময় মিলবে যখন দুটি

সেই সময়ে কাটাবো এই দেড়টি দিনের ছুটি।।"