কী পাইলাম আর কী হারাইলাম
ভাবি নিত্য দিন,
পরের মালে নিজের নৌকা
হইয়াছে বিলীন।
ভুবন মাঝি উপায় বল
কেমনে সরাই ভার,
কেমনে হইবো সাদা মল্লা
কেমনে দিব পার।।
বয়স হইলো বট সম
কলব হইলো কালা,
পরপারে কী করিবো
এই হইয়াছে জ্বালা।।
কর্ম কিছু না হইয়াছে
চুরি হইলো সার,
কেমনে হইবো সাদা মল্লা
কেমনে দিব পার।।
পাড় ধরি এই নৌ চালানি
কখন লাগে ধার,
যখন যাব ঐ পারে আর
পাইবা নাতো ছাড়।।
কহে শোনো সাগর মাঝি
হাল ধরিয়া কষে,
কাটাইয়োনা আর এ সময়
জিরাইয়ো না বসে।।
কর্মে বাঁচে মানব ধর্ম
অকর্মে মরণ,
পরের জন্য দাও গো মল্লা
নিজেরই জীবন।।