মায়ের ভাষার মান রাখিতে
আসি দাঁড়াইল ভাই।
বুকের মাঝে নেই ভাবনা,
ভয় মোটেও নাই।
তাইতো ভাবি অবাক ধরা
এমনে কেন চায়?
বোকা পা'কি কি বুঝে যেন
একচোখা তাকায়।
মশাল দিয়ে ভয় ডিঙাতে
মায়ের সুরে গান শুনাতে
ভুবনজয়ী গল্পগাথার
বাংলা মায়ের নেই জুরি তার।
আমরা এমন বাঁধনহারা
বাংলা নিয়েই পাগলপারা।
এই পথের-ই শেষ সীমানায়
তের নদীর তীর মোহনায়।
বোকা পা'কি বোকার মতন
নির্ভীকেরে থামতে শেখায়।
বোকা পা'কি কি বুঝে যেন
ভাইয়ের বুকে বুলেট নাচায়।
রক্তগঙ্গা বইবে,তাতে কি?
রক্ত সে কোন ছার!
মায়ের বুলির মান বাঁচাতে
লাশ নিয়ে যাও পাহাড় পাহাড়।
শুধু তোমাদের জন্য ভাই
সেইদিনের সেই অমূল্য দান
আজো ভুলি নাই।