ভুল রাস্তায় হাঁটছো পথিক, ওদিকে পাপ মোহ!
ওদিক জীবন ব্যাধি গ্রস্থ, পাপ ছুঁয়ে যায় দেহ!
ঝাড়বাতি ফুল গয়না কাজল, চাকচিক্য ভর জীবন
আর কিছু নয় মোহ মায়া, রঙিন ফিতা রিবন।

ওদিকে ফুল ছিঁড়তে শেখায়, লুটতে শেখায় মধু
জ্ঞান করে ধ্যান করবে পন্ড, সুপথ ভুলায় যাদু!
ওদিকে পাপ হয় না মোচন, কিনতে শেখায় পৃথ্বী
কাঁড়তে শেখায় ধন দুনিয়ার, হৈ হুল্লোড় অর্থী।

শেষ বেলাতে জীবন যৌবন, নামলে চোখে পানি
পাবে কি বল অস্থি শক্তি, সাধের দেহখানি?
ওদিকে তোর নেতা নেত্রী, পাপীই সাজে আইডল
ভুল রাস্তায় হাঁটছো পথিক, দুনিয়া মোহ; ছল!

০৬/০৭/২০২৪ইং
ময়মনসিংহ।