চাচা, আমিই রাজা!
মার্কা তিলের খাজা,
ভোট টা দিয়ো
নইলে, ভাজা ভাজা!

এই যে মিয়া আলী
মনে রাইখো খালি
ভোট না দিলে
গর্দান করবো ফালি।

শুনো, শেফালীর মা
পাইবা না আর ক্ষমা'
ভোট না দিলে
মেয়ের ছিঁড়বো জামা।

ব্যবসায়ীর পুত বারী
তোর যে দুখান গাড়ি,
ভোট না দিলে
ভাঙবো এসে বাড়ি।

চাঁন মিয়া গং রুমি
রাইখো মনে তুমি
ভোট না পেলে
করবো দখল জমি।

লেইখা রাখো সবাই
জবান মুখের কথাই
ভোট না পেলে
সবার কমবে কামাই।

১১/০৯/২০২৩
উত্তরা, ঢাকা।