অধম আদম বোকার স্বর্গে
মিছে করিস লোভ,
ভোটের পরে পাক ক্ষমতা
উল্টো দেখবি ক্ষোভ।

ভাই বলে তুই আজকে যারে
ধরছিস বুকে চেপে,
পাক ক্ষমতা দু'দিন পরে
আসবে ওরে ক্ষেপে।

আজকে যে তোর ঘরের দোরে
চাইছে ভোটের ভিক্ষা,
পাক ক্ষমতা, ভোটের পরে
তোকেই দেবে দীক্ষা।

আজ যে তোরে ডাকছে ভ্রাতা
বন্ধু বানায় তার,
পাক ক্ষমতা, হোক সে এমপি
ডাকতে হবে স্যার।

০৬/০১/২০২৪
ময়মনসিংহ।