যে ছেলেটা ক্রিকেট খেলায় মারতো জোরে ছক্কা,
ল্যাফ্ট হ্যান্ডে বলটা ঘোরায় উইকেট নিতো পাক্কা।
অহং বোধ যার আকাশ সমান কেউ পারেনি ছুঁতে,
অটোগ্রাফ তো দূরের কথা সেল্ফি লাগতো আঁতে!
গাড়ি ছাড়া কেউ দেখেনি যাচ্ছে কোথাও হেঁটে,
শোরুম কিংবা আমেরিকা দেখতো তারে মাঠে।

সেই ছেলেটা আজকে দেখি রিক্সায়ালার সাথে,
বলছে কথা বেঞ্চে বসে খানাও খাচ্ছে পথে!
গরীব কে সে ধরছে জড়ায় বুকটা মেলায় তাপে
ঠোঁট ছোঁয়াচ্ছে টং দোকানীর ময়লা চায়ের কাপে।
জুম্মা বারে মসজিদে যায় দান করে তায় হাতে
দিচ্ছে আশ্বাস জেতার পরে থাকবে নাকি সাথে।

আমি ভাবছি টাকা ছাড়া জীবন টা যার বৃথা,
শুনবে কি সে গরীব দুখীর দুঃখ ভরা কথা?
জেতার পরে এমনি কি হাত রাখবে কাঁধের পরে?
এমনি কি সে ধুলোয় মেখে আবার আসবে দোরে?

২৪/১২/২০২৩
ময়মনসিংহ।