কবিতা টি সম্মানিত কবি, কবীর হুমায়ুন কে উৎসর্গীত। তাঁর আজকের কবিতা পড়ার অনুভব থেকেই এ কবিতা জন্ম।
ভাবটা এমন বাদ বাকীরা
চোর চোট্টা বদের হাড্ডি,
রাজার পাশে খাচ্ছে বসে
দিনান্তে সব উড়ায় ঘুড্ডি।
সুযোগ পেলে খল নায়িকা
দাঁতের ডাক্তার গৃহের কর্মী,
এমপি হয়ে চাইবে করতে
দেশের সেবা তাড়ায় বর্মী।
পেঁয়াজ নিয়ে এখন যেমন
খুব চলছে ঐ মজুদদারি,
ব্যাবসায়ী ভাই এমপি হলে
টুঁটতো তাদের দাদা গিরি।
আসল কথা এরা সবাই
ভন্ড প্রেমিক মুখোশধারী,
এখন হয়তো ছিঁচকে চোরা
পরে করবে পুকুরচুরি।
১৩/১২/২০২৩
চট্টগ্রাম।