বলেছিলাম বাড় বাড়িস নে
ভাঙবে গাছের ডগা,
মিললো কথা? ভাঙলো কিনা
কঞ্চি বাঁশের আগা?
আগ বাড়িয়ে ঢোল পেটালি
হবি সাধের এমপি,
সরকারি দল জিতলে তোকে
করবে মূখ্য মন্ত্রী!
গাল ভরা বোল খুব লাফালি
পেলি নমিনেশন?
উল্টো দেখলাম হাসলো লোকে
চললো ফটো সেশন!
উড়তে থাকা পাখনা টা কি
দেখলো ছুঁয়ে মাটি?
লজ্জা শরম থাকলে কি আর
দেখাস দাঁতের পাটি!
০৫/১২/২০২৩
ঢাকা।