মুদি দোকান বাসের স্টপে, আজ মজেছে সবে!
অবাক কান্ড এম পি হতে, চায় ক্রিকেটার ভবে।
ভোটের মাঠে কাজের বুয়াও, মুখে দিচ্ছে জানান
তাদের সাথে লড়বে আরো, চা দোকানী জামান।
বঙ্গবন্ধু খান ভাসানী, ছিলেন যারা নেতা
তাঁদের মতোই চায় হতে আজ, নাট্য অভিনেতা!
সুর করে গান গাইতো যারা, নেতার রাখতো ছবি
আজকে দেখি তাদের সাথেই ভোটে দাঁড়ায় কবি।
বাদ যায়নি ব্যাবসায়ী চোর, চৌকিদারের লড়াই
তারাও নাকি এম পি হবে, দেখায় দাপট বড়াই।
দোষ কি তাদের? টাকার কাছে নিজকে বেচে নেতা
জনগন তো নস্যি মশাই, আসল চেকের পাতা।
০৫/১২/২০২৩
ঢাকা।