ভোটের আগে ভুট্টো মশাই
দিচ্ছে যখন ভোটের ভাষণ,
মন ভরায় তার খনার বচন
চাই তো নেতা ভুট্টো যেমন।
আশি টাকার চালটা দেবে
মিলবে নাকি দশ টাকাতে!
পেঁয়াজ নিয়ে আর প্যাঁচানো
পারবে না কেউ হুল ফুটাতে।
চিনি নিয়ে ছিনিমিনি
বাঁধবে না আর লংকা কান্ড,
তেলের দামে তেলেসমাতি
করলে ভাঙবে তেলের ভান্ড।
আদা নিয়ে আদাবর-রা
পারবে না আর সাজতে রাজা,
গরীবের ডাল করলে বেহাল
চোখ বেঁধে তার ভাঙবে মাজা।
তার দলেতে দলকানা কেউ
করবে না আর গলাবাজি,
মোসাহেব-রাও থাকবে দুরে
হবেন নাকি কাজের কাজি।
ভুট্টো-রা সব স্বপ্ন দেখায়
দেখতে পাবো সোনার বাংলা,
ফুলে ফলে থাকবে ভরে
উড়বে ধ্বনি জয় বাংলা।
১২/০৬/২০২৩
চট্টগ্রাম।